আলয়অকার্য্য

অকার্য্য

অকার্য্য [ন = অ (অবৈধ, কুৎসিত নিষ্প্রয়োজনীয়) কার্য্য] বিশেষ্য, অকর্ত্তব্য কার্য্য; অবৈধ কর্ম্ম; অসৎকার্য্য; কুকর্ম্ম; গর্হিত কর্ম্ম। “শাস্ত্রকারেরা গর্হিত অকার্য্য দ্বারা সুহৃদের প্রাণরক্ষা কর্ত্তব্য বলিয়া থাকেন”— কাদম্বরী। ২ বৃথা কার্য্য। ৩ বিশেষণ, অকরণীয়; অননুষ্ঠেয়। প্রয়োগ— তারা যেরূপ দুর্ব্বৃত্ত তাতে মনে হয় তাদের অকার্য্য কিছুই নাই।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র