আলয়অকাট্য

অকাট্য

অকাট্য akāṭya বিণ. যা কাটা বা খণ্ডন করা যায় না, অখণ্ডনীয় (অকাট্য যুক্তি) [সং. ন+বাং. কাট্য (প্রাক্. √ কট্ট থেকে)]।

অকাট্য [প্রাদেশিক, ন = অ (না)— কাট্য (প্রাকৃত— কট্ট ধাতু) = কর্ত্তনীয় বা কর্ত্তনসাধ্য— যা কাটা উচিত নয় বা কাটা যায় না] বিশেষণ, অখণ্ড্য; অখণ্ডনীয়; যা খণ্ডন করা উচিত নয় বা যা অবহেলা করা যায় না। প্রয়োগ— অকাট্য যুক্তি।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র