আলয়অকস্মাৎ

অকস্মাৎ

অকস্মাৎ akasmāt অব্য. ক্রি-বিণ. ১ হঠাৎ, সহসা, অতর্কিতভাবে, আচমকা (‘অকস্মাৎ স্বপ্ন গেল টুটে’; সু. দ.); ২ অকারণে, কোনো কারণ ছাড়াই। [সং. ন+কস্মাৎ]।

অকস্মাৎ (— শ্ শাঁ— ) [ন = অ (নহে) কস্মাৎ (কিম্ পঞ্চমী একবচন স্থানে স্মাৎ = কাহা বা কি কারণে বা কোথা হইতে আসিয়া দেখা দিল বা ঘটিল তার পূর্ব্বজ্ঞান বা নিদর্শন নাই] ক্রিয়া-বিশেষণ, হঠাৎ; বিনা কারণে; অসম্ভাবিত রূপে।— “বিশেষ একক কেন আসিবে এথায়। আসিবেক কোন্ অভিপ্রায়”— মহাভারত (কাশী)।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র