আলয়অকর্ম্মা

অকর্ম্মা

অকর্ম্মা [মূলশব্দ অকর্ম্মন্ প্রথমা, একবচন। ন = অ + কর্ম্মন্। গ্রাম্য অকম্মা] বিশেষণ, যে কোন কর্ম্ম সম্পন্ন করিতে পারে না; কোন কর্ম্মের নয়; যে কোন কাজেই লাগে না। ২ অলস; জড়প্রকৃতি। ৩ কর্ম্মবিমুখ। “তোমারি তুলনা তুমি চাঁদ অকর্ম্মার ধাড়ি।” দ্বিজেন্দ্রলাল রায়। ৪ [অ (অপকৃষ্ট) + কর্ম্ম + আ (কর্তৃত্বার্থে) অপকর্ম্মকারী; নিন্দনীয় কর্ম্মকারী; কুক্রিয়াকারী।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র