আলয়অকর্ম্মণ্য

অকর্ম্মণ্য

অকর্ম্মণ্য (অ—কর্ম্ম ন্ন) [ন = অ + কর্ম্মণ্য] বিশেষণ, কর্ম্মের অযোগ্য; যার কর্ম্ম করিবার ক্ষমতা নাই। “সে ক্রমাগত রোগে ভুগিয়া এক প্রকার অকর্ম্মণ্য হইয়া পড়িয়াছে।” ২ অকেজো; অব্যবহার্য্য; যে বস্তু কোন কার্য্যেই লাগে না; অচল; বিকল। বিশেষ্য, অকর্ম্মণ্যতা— কর্ম্মে অযোগ্যতা বা অপটুতা।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র