আলয়অকম্পিত

অকম্পিত

অকম্পিত [ন = অ— কম্পিত] বিশেষণ, কম্পন— রহিত; অচঞ্চল; স্থির; ধীর। প্রয়োগ— অকম্পিত কলেবর, অকম্পিত কণ্ঠ, অকম্পিত চরণ। ২ [যাঁদের বুদ্ধি চাঞ্চল্য নাই] বিশেষ্য, বৌদ্ধসম্প্রদায়ের গণাধিপতি বিশেষ। ৩ [নাট্য শাস্ত্র, অঙ্গাভিনয়ে] বিশেষ্য, উপদেশ, অনুসন্ধান ইত্যাদি স্থলে কম্পিত মস্তকের ধীর গতি। স্ত্রীলিঙ্গ, অকম্পিতা।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র