আলয়অকণ্টক

অকণ্টক

অকণ্টক

বিশেষণ

  1. কণ্টকহীন; কাঁটামুক্ত; কাঁটাশূন্য। ‘পথ অকণ্টক করা।’
  2. (অলঙ্কার, শত্রু কণ্টক স্বরূপ ক্লেশকর বলে) শত্রুহীন; নিষ্কণ্টক; নিরাপদ; নিরুপদ্রব; নির্বিঘ্ন। প্রয়োগ— দেশ অকণ্টক করা।

ক্রিয়া-বিশেষণ

  1. অকণ্টকে। নির্বিঘ্নে; নিরাপদে; অবাধে।

ব্যুৎপত্তি

  1. সংস্কৃত ন = অ (নেই) — কণ্টক (কাঁটা) যাতে — বহুব্রীহি সমাস।
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র