আলয়অকঠোর

অকঠোর

অকঠোর

বিশেষণ

  1. অকঠিন; যা শক্ত বা কঠিন নয়; কঠোরতা নেই এমন; কোমল।
  2. (বিষয়) দুরূহ নহে; সহজ; সরল; সুখবোধ্য।
  3. (বাক্য বা কথায়) উগ্র বা রুক্ষ নয়; অকর্কশ।
  4. (হৃদয়, স্বভাব ইত্যাদি) সদয়; কোমল।

বিশেষ্য

  1. অকঠোরতা, অকঠোরত্ব।

ব্যুৎপত্তি

  1. সংস্কৃত ন = অ + কঠোর — নঞ্ তৎপুরুষ সমাস।
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র