অএ

অএ

  • অএ
  • ɔa
  • ae

অব্যয়

  1. সম্বোধন। ‘অএ কর্ণধার’—মঙ্গলচণ্ডীপাঞ্চালিকা।
  2. সগৌরব সম্বোধন। ‘শুন গুরু মিননাথ, অএ বাপু কর অবধান’—মীনচেতন। ‘কহ কহ অএ সূত পূর্ব্ব বিবরণ’— গঙ্গামঙ্গল।
  3. নিন্দাসূচক সম্বোধন। ‘শুন শুন অএ মূঢ় চিত্ত’— মঙ্গলচণ্ডীপাঞ্চালিকা।
  4. সরোষ সম্বোধন। ‘বোল দেখি অএ মূঢ় মমাধিক হএ কোন জন’— মঙ্গলচণ্ডীপাঞ্চালিকা। ‘অএ অএ নিন্দিত ব্রাহ্মণ দুরাচার’—চৈতন্য মঙ্গল।
  5. সবিষাদ বা কাতর সম্বোধন। ‘অএ প্রভু ত্রিবিক্রম …অপরাধ ক্ষেম : অএ ঠাকুর লাগহু চরণ’—গঙ্গামঙ্গল। ‘অএ রাজা কেহ্নে ক্রোধ কর কিঙ্গরেরে’— মঙ্গলচণ্ডীপাঞ্চালিকা।
  6. সস্নেহ সম্বোধন। ‘দেবী বলেন শুন পুত্র অএ বীরবর’— মঙ্গলচণ্ডীপাঞ্চালিকা। ‘শুন শুন অএ পুত্র তুমি সর্ব্বধন’—শ্রীকৃষ্ণমঙ্গল।
  7. সপ্রণয় সম্বোধন। ‘শুন শুন অএ সখা’—শ্রীকৃষ্ণমঙ্গল। ‘উফায় চিন্তএ অএ কান্ত’; ‘শুন অএ প্রিয়া’—মঙ্গলচণ্ডীপাঞ্চালিকা।

ব্যুৎপত্তি

সংস্কৃত অয়ে; য়ে > এ (উচ্চারণে)।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র