আলয়অংশু

অংশু

অংশু

বিশেষ্য

  1. কিরণ; রশ্মি; আলোকরেখা। ‘আর্দ্রা পুনর্বসু মানিঞা পরম অংশু পুষ্যা কৈল অনেক পালন।’ চণ্ডীদাস, ১৫৫০; “কভু ‘সাধ্বী ঋষি-বংশ-বধূ / সুহাসিনী, আসিতেন দাসীর কুটিরে, / সুধাংশুর অংশু যেন অন্ধকার ধামে!’ —মেঘনাদবধ কাব্য, চতুর্থ সর্গ। — মাইকেল মধুসূদন দত্ত, ১৮৬১।
  2. প্রভা; রুচি; দীপ্তি। ‘নূর মুহম্মদ হোন্তে কিছু এক অংশু।’ সৈয়দ সুলতান, ১৭০০; ‘তিনি কথা কহিবার সময়ে মুখপদ্মের নিকটবর্ত্তী ভ্রমরগণকে দশনাংশু (দশন-অংশু) দ্বারা শুক্লবর্ণ করিয়া কথা কহিয়াছিলেন।’ — কাদম্বরী, ১৮৫৩।
  3. সুতার সূক্ষ্মাংশ; তন্তু; আঁশ।
  4. বস্ত্র
  5. (সহস্রাংশ অর্থে) সূর্য (বর্তমানে অপ্রচলিত)।

ব্যুৎপত্তি

  1. সংস্কৃত অশ্ (ব্যাপা) + উ (কর্তৃবাচ্যে) যে ব্যাপে, ছড়িয়ে পড়ে। বিজ্ঞানমতে সমস্ত পদার্থই একপ্রকার অতীব লঘু ও প্রবল স্থিতিস্থাপক বাষ্পীয় পদার্থদ্বারা পরিব্যাপ্ত থাকে, তার অণু সকল কম্পায়মান গতিদ্বারা অসীমবেগে চালিত হয়ে দীপ্তিরশ্মি উৎপন্ন করে। দীপ্তি-রশ্মি আকাশ-পদার্থে (ether) নীত হয়ে তরঙ্গায়িত গতিদ্বারা চতুর্দিকে ব্যাপ্ত হয় বা ছড়িয়ে পড়ে। ঐ রশ্মি দর্শনেন্দ্রিয়ে পতিত হলে সমস্ত পদার্থ আমাদের দৃষ্টিগোচর হয়। সেই বিকীর্ণ রশ্মির এক একটি রশ্মি বা রেখাই অংশু — luminous rays.
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র