ৠ

ৠ, ১টি ভুক্তি
ৠ (আ-ধ্ব-ব: [rii]) বাংলা স্বরবর্ণমালার অষ্টম বর্ণ। প্লতস্বর। উচ্চারণস্থান মূর্দ্ধা। সাধারণতঃ ‘রী’র মত উচ্চারিত। ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হলে (ৄ) এই আকারে পরিণত হয়। যথা— ক্ + ৠ = কৄ। বর্তমানে বাংলা ভাষার লেখ্যরূপে ৠ-র ব্যবহার নেই, তবে শব্দের ব্যুৎপত্তি বিশ্লেষণে এই বর্ণের ব্যবহার রয়েছে।