ষ

ষ, ১৭৭টি ভুক্তি
ব্যঞ্জন বর্ণমালার পুরোনোমতে একত্রিংশ—আধুনিকমতে ত্রিংশ বর্ণ, এবং বর্ণমালার পুরোনোমতে পঁয়তাল্লিশতম এবং আধুনিকমতে একচল্লিশতম বর্ণ। উচ্চারণস্থান মূর্দ্ধা। ট বর্গীয় বর্ণের পূর্বে ষ যুক্ত হয়। এই নিয়মে পূর্বে ইংরেজি “st” বাংলায় ষ্ট দ্বারা পরিভাষিত হলেও আধুনিক নিয়মে স্ট্ পরিভাষিত হয়।