ও

ও, ৩১১টি ভুক্তি
ও বাংলা বর্ণমালার ত্রয়োদশ এবং আধুনিকমতে দশম বর্ণ। উচ্চমধ্য অর্ধসংবৃত ‘ও’ ধ্বনির দ্যোতক বর্ণ। দীর্ঘস্বর। বাংলায় হ্রস্ব উচ্চারণই সাধারণ। উচ্চারণ স্থান কণ্ঠ ও ওষ্ঠ; অ এবং উ যোগে উচ্চারিত হয় বলিয়া ইহাকে সন্ধ্যক্ষর বলে। ব্যঞ্জনবর্ণের সহিত যুক্ত হইলে ইহার আকার (ো) এইরূপ হয়। যথা—ক + ও = কো।