ঐ
প্রকাশিত ভুক্তি 940 টি।
এ পাতায় আছে 1 টি।
ঐছন [হিন্দী ঐসন (স = ছ) মেয়েলি ‘ঐসিন’>। প্রাচীন বৈষ্ণব সাহিত্য ও ব্রজবুলিতে বহুল ব্যবহৃত। বৈষ্ণব পদাবলীতে ‘ঐসন’ ‘ঐছন’ দুইরূপই ব্যবহৃত হয়েছে। তুলনামূলক, ‘নিতি নিতি ঐসন দুহুঁক বিলাস। ব্যজন করতহি গোবিন্দদাস” বৈষ্ণব পদলহরী। আধুনিক বাংলায় অপ্রচলিত]
ক্রিয়াবিশেষণ, ঐরূপ; ঐপ্রকার; ও রকম। ‘নাম পরতাপে যার, ঐছন করিল গো, অঙ্গের পরশে কিবা হয়।’ — চণ্ডীদাস। ‘শুনইতে ঐছন রাইক বাণী, নাহ নিকটে সখী কয়ল পয়ানি।’ —
বিদ্যাপতির পদাবলী।