ঈ

ঈ, ১৭৭টি ভুক্তি
ঈ (আ-ধ্ব-ব: [I]) হলো বাংলা বর্ণমালার চতুর্থ স্বরবর্ণ এবং চতুর্থ বর্ণ। দীর্ঘস্বর। উচ্চারণস্থান তালু। জিহ্বার অগ্রভাগ নীচের পাটির দাঁতের পশ্চাতে রাখিয়া মধ্যভাগ তালুর নিকটে আনিয়া, অধর নিম্নদিকে ঈষৎ ঝুকাইয়া এবং মুখবিবর অপেক্ষাকৃত সঙ্কুচিত করিয়া উচ্চারণ করিতে হয়। ব্যঞ্জনবর্ণের সহিত যুক্ত হইলে (ী) এইরূপ আকার হয়। যথা—ক্ + ঈ = কী।