অক

অক

বিশেষ্য

  1. এই স্থান। ‘অক ছাড়িয়া রাজা নিজায় গমন।’ — মাণিকরাম গাঙ্গুলীর ধর্ম্মমঙ্গল।

ব্যুৎপত্তি

  1. প্রাচীন বাংলা। তুলনামূলক ‘অকু’।

অক

বিশেষ্য

  1. (অপ্রচল) রোগ; পাপ; অশান্তি; ক্লেশ।

ব্যুৎপত্তি

  1. সংস্কৃত— অগ, অঘ ache.

অক

ক্রিয়া

  1. বক্রভাবে গতি করা বা বৃদ্ধি পাওয়া। আঁকাবাঁকা (দ্রষ্টব্য)।

ব্যুৎপত্তি

  1. সংস্কৃত— অক্ বক্র গমনে।

অক

বিশেষ্য

  1. ইসলামীয় পুরাণ ও গল্পের মহাকায় পক্ষী বিশেষ। তুলনামূলক— ৱক পাখী (আলাদিনের গল্প)।

ব্যুৎপত্তি

  1. তুর্কী অক— বাবা। “a fabulous bird of the vulture kind which lives ১০০০ years.” — Herbelot quoted by Brewer.
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র