আলয়অক্ষোভ

অক্ষোভ

অক্ষোভ

বিশেষণ

  1. ক্ষোভহীন; যার ক্ষোভ নেই; ক্ষোভরহিত।
  2. প্রশান্ত।
  3. খেদহীন।
  4. অক্লান্ত; অকাতর (অক্ষোভ শরীর)।

বিশেষ্য

  1. ক্ষোভহীনতা; প্রশান্তি; আকুলতার অভাব।
  2. ভগ্নোৎসাহহীনতা। ‘বিফল মনোরথ হেতু * * তরুণগণ * সাহস ও অক্ষোভ গুণে একান্ত বঞ্চিত থাকেন।’ — রচনাবলী।
  3. অনায়াস; অক্লেশ; অক্ষুণ্ণমনে। ‘অম্লানবদনে ও অক্ষোভে অপব্যয়িত করেন।’— রচনাবলী।
  4. হস্তিবন্ধন স্তম্ভ; আলান।

ক্রিয়া-বিশেষণ

  1. ক্ষোভব্যতিরেকে।
  2. হস্তিবন্ধন স্তম্ভ; আলান।

ব্যুৎপত্তি

  1. সংস্কৃত ন = অ (নাই) ক্ষোভ (কাতরতা, চঞ্চলতা) যার— বহুব্রীহি।
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র