অক্লান্ত [সংস্কৃত ন = অ (নাই)-ক্লান্ত (ক্লান্তি যার) – বহুব্রীহি সমাস] বিশেষণ ১ ক্লান্ত নয় এমন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ১৮৬৪; ‘তোমারে প্রণমি আমি হে ভীষণ, সুস্নিগ্ধ শ্যামল, অক্লান্ত অম্লান। রবীন্দ্রনাথ ঠাকুর, ১৮৯৯। ২ অপার। ‘তোমা-মাঝে অনন্তের অক্লান্ত বিস্ময়।’ রবীন্দ্রনাথ ঠাকুর, ১৯২৫। ৩ বিরতিহীন। ‘দেহমাংসের অক্লান্ত লোলুপতা দিয়ে কল্পস্বর্গ রচনা করে।’ রবীন্দ্রনাথ ঠাকুর, ১৯৩২। ৪ অসীম। ‘অক্লান্ত বিস্ময়।‘ রবীন্দ্রনাথ ঠাকুর, ১৯৩৭; ‘সর্বত্র অক্লান্ত শ্রমে। স্বপ্নের মৃণালে মুখ তার।‘ শামসুর রাহমান, ১৯৫৯। ৫ নিরলস। ‘তাই নিয়ে গবেষণা চলে অক্লান্ত।‘ রবীন্দ্রনাথ ঠাকুর, ১৯৩৮। ৬ ক্লান্তিরহিত; যে পরিশ্রম করে শ্রান্তি বা ক্লান্তি বোধ করে না; অশ্রান্ত। স্ত্রীলিঙ্গ অক্লান্তা। বিশেষ্যঅক্লান্তি।
সম্পর্কিত
২০১৭-০৫-১১