আলয়অকুতোভয়

অকুতোভয়

অকুতোভয় akuto-bhaẏa বিণ. কিছুতেই ভয় নেই এমন, সম্পূর্ণ নির্ভীক; পুরোপুরি শঙ্কাহীন। [সং. ন+কুতঃ+ভয়]।

অকুতোভয় [ন = অ— কুতঃ (কিম্ + তঃ = হইতে) কোথাও হতে— ভয় যার নাই। স্ত্রীলিঙ্গ, অকুতোভয়া] বিণ যে কাকেও বা কোনও কারণে ভয় করে না; নিঃশঙ্ক; নির্ভীক। বিশেষ্য,অকুতোভয়তা = অসমসাহসিকতা; একান্ত ভয়শূন্যতা। ক্রিয়া-বিশেষণ, অকুতোভয়ে।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র