অক্তোবর [ইংরেজি October. হিন্দি অক্তুবর; অনুকরণে (বাংলা আদালতের কাগজ-পত্রে) ‘অক্তোবর,’ ‘অক্তুবর’] বিশেষ্য জুলিয়ান এবং গ্রেগরিয়ান পঞ্জিকায় বছরের দশম মাস এবং সাতটি ৩১ দিন বিশিষ্ট মাসের মধ্যে ষষ্ঠ মাস। পুরাতন রোমান পঞ্জিকানুসারে বছরের অষ্টম মাস, রোমানরা জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসকে বছরের শুরুতে নিয়ে আসার পর অক্টোবর দশম মাসে পরিণত হলেও নাম ধরে রেখেছিল। অক্টোবর শব্দটি এসেছে ল্যাটিন ôctō (অর্থ “আট”) শব্দ থেকে। প্রাচীন রোমে, ধর্ম-বিশ্বাসানুসারে ৫ অক্টোবর তিনটি পবিত্র পাথর বা মুণ্ডাস প্যাটেটের একটি খোলা হতো; ১১ অক্টোবর পালিত হতো মেডিট্রিনালিয়া (Meditrinalia) উৎসব; ১২ অক্টোবর রোমান সম্রাট অগাষ্টাসের সম্মানে পালিত হত অগুস্তালিয়া (Augustalia) উৎসব; ১৫ অক্টোবর পালিত হতো রোমান কৃষি ও যুদ্ধ দেবতা মার্চ (Mars)-এর উদ্দেশ্যে পশু বলিদান উৎসব অক্টোবর হর্স (October Horse) এবং ১৯ অক্টোবর পালিত হতো আর্মিলাস্ট্রিয়াম (Armilustrium) উৎসব। এই তারিখগুলি আধুনিক গ্রেগরিয়ান পঞ্জিকার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। অ্যাংলো-স্যাক্সনসগুলির মধ্যে অক্টোবর ইন্টেরফিল্লি (Ƿinterfylleþ) নামে পরিচিত ছিল, কেননা, ধারণা করা হতো অক্টোবরের পূর্ণিমাতে (fylleþ) শীতকাল শুরু হয়েছিল। অক্টোবরকে সাধারণত উত্তর গোলার্ধে শরৎ ঋতু এবং দক্ষিণ গোলার্ধে বসন্ত সঙ্গে যুক্ত করা হয়। বাংলাদেশে প্রচলিত পঞ্জিকা বঙ্গাব্দ অনুযায়ী আশ্বিনের ১৬ তারিখ থেকে কার্তিকের ১৬ তারিখ পর্যন্ত ৩১ দিন অক্টোবর মাস, এবং শরৎকাল। — ‘২১ অক্টোবর ১৮২০।‘ সমাচার দর্পণ, ১৮২০। ‘১ অক্তোবর তারিখে এক বৈঠক হইবেক।‘ সমাচার দর্পণ, ১৮২৯।