আলয়অকাজ

অকাজ

অকাজ akāja বি. ১ যা কাজ নয়; বাজে কাজ, অনুচিত কাজ (অকাজের গোঁসাই); ২ কাজের অভাব। [বাং. অ (মন্দ অর্থে) + কাজ]।

অকাজ [ন = অ (অপ্রশস্ত, অন্যায়) কাজ] বিশেষ্য, অসৎকার্য্য; কুকর্ম্ম। “অকারণে অকাজ লয়ে ঘাড়ে অসময়ে অপথ দিয়ে যান।”— রবীন্দ্রনাথ ঠাকুর। ২ বৃথা। ৩ অন্যায়; অকর্ম্ম। “যত করে মুসলমান সকলি অকাজ।”— অন্নদামঙ্গল। ৪ অনর্থ। “না দেখিয়া ছিনু ভাল। দেখিয়া অকাজ হল, না দেখিলে প্রাণ কেন কান্দে।”— চণ্ডীদাস। বিশেষণ, অকাজিয়া, অকাজুয়া— অকেজো (দ্রষ্টব্য)।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র