আলয়অকথ্য

অকথ্য

অকথ্য

বিশেষণ

  1. অকথনীয়; কহিবার অযোগ্য; অবাচ্য; যা কহা উচিত নহে; অশ্লীল; অকথ্য ভাষা।
  2. যা বলা যায় না; যা বাক্যে প্রকাশ করিতে পারা যায় না; যা বলা অসাধ্য।

ব্যুৎপত্তি

  1. সংস্কৃত ন = অ + কথ্য।

প্রয়োগ

  1. ‘শচী-দুঃখ অকথ্য কথন।’— চৈতন্য চরিত।
  2. ‘অকথ্য বেদনা।’— চণ্ডীমঙ্গল কাব্য।
  3. ‘অকথ্য অদ্বৈত অনিত্য-রহিত অনন্তরূপধারিণী।’— বাঙ্গালা গান, বঙ্গবাসী।
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র