অকট [পালি, অক্কট, তুলনামূলক – আকাট। বৌদ্ধযুগের বাংলা ভাষা ও সাহিত্য। “অকটেতি আশ্চর্য্যং।” – (চর্য্যাচর্য্যবিনিশ্চয় পদের টীকা), ‘অক্কট ইত্যাশ্চর্য্যং’ (অদ্বয় বজ্র কৃত টীকা)] বিশেষণ, ১ অক্কট; আশ্চর্য; বিস্ময়কর। ‘অকট করুণা ডমরুলি বাজঅ।’ চর্যাপদ ৩১, ১২০০। ‘অক্কট পণ্ডিঅ,’ — বৌদ্ধ গান ও দোহা (সহস্র বর্ষ পূর্বের বাংলা), চর্য্যাচর্য্যবিনিশ্চয় ৩১।২। ২ আশ্চর্য। ‘অকট হূঁ ভব ইঅণা।‘ চর্যাপদ ৩৯, ১২০০। ৩ অকাট (মূর্খ)। ‘অকট জোইআ রে মা কর হথা লোহ্লা।‘ চর্যাপদ ৪১, ১২০০।
সম্পর্কিত ভুক্তি
আপনার জন্য প্রস্তাবিত